'ছপক'-কে রুখতে বিরোধীতা পাটনায় - পাটনায় 'ছপক'
🎬 Watch Now: Feature Video
দীপিকা পাড়ুকোনের বহু প্রতীক্ষিত ছবি 'ছপক' মুক্তি পেয়েছে আজ । তবে দেশের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন ভাবে এই ফিল্মকে ব্যান করার আন্দোলন চলছে । পাটনার মোনা থিয়েটারের বাইরেও চলছে বিরোধ । যদিও সেখানে জন অধিকার পার্টির নেতাকে ফিল্মের সমর্থনে গলা চড়াতে দেখা গেল । যারা 'ছপক'-এর বিরোধীতা করছিলেন, তাদের বক্তব্য ছিল যে, ছবির কনটেন্ট ভালো, তবে যেভাবে ছবির প্রোমোশন করা হয়েছে, সেই পদ্ধতিটা সঠিক নয় ।
Last Updated : Jan 13, 2020, 7:27 AM IST