আমার বেশিরভাগ ছবি দর্শক অবধি পৌঁছয় না : চন্দন রায় সান্যাল - উড়োজাহাজ-এর খবর
🎬 Watch Now: Feature Video
তাঁর অভিনয় দক্ষতা আজ প্রশ্নাতীত। কিন্তু, তাঁর বেশিরভাগ ছবিই দর্শক অবধি পৌঁছয় না। তিনি চন্দন রায় সান্যাল। সম্প্রতি বুদ্ধদেব দাশগুপ্তের 'উড়োজাহাজ' ছবিতে অভিনয় করেছেন চন্দন। দেশে বিদেশে সমস্ত স্তরে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছে ছবিটি। যে চন্দন এত বছরের ক্যারিয়ারে খুব অল্প প্রশংসা পেয়েছেন বলে মনে করেন, তাঁর কাছে 'উড়োজাহাজ'-এর এই সাফল্য এককথায় "ওভারহোয়েল্মিং"। চন্দন রায় সান্যালের সঙ্গে সাক্ষাৎকার ETV ভারত সিতারায়...