শুভ জন্মদিন তাপসী ! - তাপসীর জন্মদিন
🎬 Watch Now: Feature Video
তাপসী পান্নু, নামটা বললেই একটা ঝকঝকে মুখ ভেসে ওঠে,যাঁর চোখ দু'টো তীক্ষ্ণ, যাঁর চোয়াল লোহার মতো কঠিন, যাঁর মুখে একটা সততা রয়েছে। আজ তাঁর ৩২ তম জন্মদিন। একবার দেখে নেওয়া যাক অভিনেত্রীর ক্যারিয়ারের সিঁড়িটা।