টালিগঞ্জের বুথ পরিদর্শনে অভিনেতা দেবদূত ঘোষ - সংযুক্ত মোর্চার প্রার্থী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11352089-thumbnail-3x2-debdoot.jpg)
একুশের নির্বাচনের চতুর্থ দফার ভোট আজ ৷ এদিন ভোর চারটে থেকে ভোটের কর্মসূচি শুরু করে দেন অভিনেতা দেবদূত ঘোষ ৷ টালিগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী তিনি ৷ টালিগঞ্জের বুথগুলি ঘুরে দেখেন তিনি ৷ বুথ পরিদর্শনের ফাঁকেই ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিলেন দেবদূত ঘোষ ৷