Anjan Dutta's Book: অঞ্জন এবার লেখক, তাঁর গোয়েন্দা সুব্রত আসছে কলকাতা বইমেলায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 5, 2021, 4:45 PM IST

ফেলুদা, ব্যোমকেশ বক্সি, প্রফেসর শঙ্কু তো ছিলই ৷ এবার হাজির সুব্রত শর্মা (Subrata Sharma)। গোয়েন্দা সাহিত্যে এ বার সুব্রত শর্মার চরিত্র সামনে আসতে চলেছে । লেখক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং গায়ক অঞ্জন দত্ত (Anjan Dutta's Book)। এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে তাঁর ৷ নতুন বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতার বইমেলা (kolkata book fair 2022) থেকে অঞ্জন দত্তের লেখা গোয়েন্দা সাহিত্য প্রকাশিত হতে চলেছে । শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে 39তম উত্তরবঙ্গ বইমেলার (North Bengal Book Fair) মঞ্চ থেকে একথা ঘোষণা করেন অঞ্জন দত্ত (anjan dutta at North Bengal Book Fair)। 12টি খণ্ডে মোট চারটি ভাগে প্রকাশ পাবে তাঁর লেখা । গল্পের মূল চরিত্র গোয়েন্দা সুব্রত শর্মা । অঞ্জন দত্তের কথায়, "আমি বরাবরই একটু অন্যরকম গান, তারপর অভিনয়, অন্যরকম সিনেমা করেছি । তাই আমার লেখাটাও যাতে একটু অন্যরকম হয় তাই চাইছিলাম । আশা করছি পাঠকদের আমার লেখাটা ভাল লাগবে ।" 1 বৈশাখে তাঁর নতুন ওয়েব সিরিজের শুটিংয়ের বিষয়েও জানান পরিচালক । কালিম্পং এবং লাভাতে তাঁর একটি পর্যটনভিত্তিক ওয়েব সিরিজের শুটিং শুরু হবে । মূলত পাহাড়ি এলাকাতে ঘুরতে যাওয়া পর্যটকদের সমস্যার মুখে পড়া নিয়ে থ্রিলার ওয়েব সিরিজে অভিনয়ও করবেন তিনি । জানুয়ারি মাসে 15 দিন এবং ফেব্রুয়ারি মাসে 6 দিন কালিম্পংয়ে ওই ওয়েব সিরিজের শুটিং হবে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.