SMC Election 2022 : নিজের ওয়ার্ডে ঘুরছেন অশোক ভট্টাচার্য, কোভিডবিধি মেনে শিলিগুড়িতে চলছে নির্বাচন - Siliguri Municipal Corporation Election 2022 starts following Covid guidelines
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়ির ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে কোভিড বিধি মেনে চলছে নির্বাচন ৷ ভোটারদের গ্লাভস ও হাতে স্যানিটাইজার দিয়ে, তাপমাত্রা মেপে বুথে প্রবেশ করানো হয় । কোভিড বিধির পাশাপাশি বুথগুলিতে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা । সকাল সকাল নিজের ওয়ার্ডে ভোটগ্রহণ প্রক্রিয়া দেখতে যান 6 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য (Siliguri Municipal Corporation Election) ।
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST
TAGGED:
SMC Election 2022