Ram Navami at Hooghly : হুগলিতে শিশু-সহ যুবকদের হাতে অস্ত্র নিয়ে চলল রামনবমীর মিছিল - Ram Navami at Hooghly
🎬 Watch Now: Feature Video
শেওড়াফুলিতে ডিজে বাজিয়ে রামনবমীর মিছিল আটকাল পুলিশ। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ ৷ অবরোধ করা হয় জিটি রোড। শেওড়াফুলির নোনাডাঙা থেকে শুরু হয়ে নগার মোড় পর্যন্ত রামনবমীর মিছিল হওয়ার কথাছিল। ডিজে নিয়ে মিছিলের অনুমতি নেই একথা পুলিশ বলতেই, শুরু হয় বিক্ষোভ। পরে পুলিশ সরে গেলে ডিজে নিয়ে ফের মিছিল শুরু হয়। অন্যদিকে চুঁচুড়ার রবীন্দ্র নগর থেকেও একটি রামনবমীর শোভাযাত্রা বের হয়। খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে এই মিছিল। সেখানে ছোট -ছোট শিশু, কিশোরদের হাতে দেখা যায় অস্ত্র। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, রামনবমীর মিছিলে অস্ত্র থাকবে না তো কি লাড্ডু থাকবে। এছাড়াও উত্তরপাড়া, শ্রীরামপুর-সহ একাধিক জায়গায় রামনবমী উপলক্ষ্যে মিছিল হয় (Ram Navami at Hooghly)।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST