Police Recover huge Money From a Bike Rider : আসানসোলে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার নগদ প্রায় 7 লক্ষ টাকা - Recover huge Money From a Bike Rider
🎬 Watch Now: Feature Video
আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে আসানসোলকে ৷ উপনির্বাচনের আগে সমস্তরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাকা চেকিং চলছে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ৷ সোমবার আসানসোলের জুবিলি মোড়ের কাছে নাকা চেকিং চলছিল ৷ সেই সময়েই ওই এলাকা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন বারাবনির পাঁচগাছিয়ার বাসিন্দা সোমনাথ রায় ৷ তাঁর গাড়ি তল্লাশি করেই উদ্ধার হয় 6 লক্ষ 67 হাজার টাকা ৷ এত টাকা কোথা থেকে এল তার কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি ৷ উদ্ধার হওয়া 6 লক্ষ 67 হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST