Petrol Bomb Recovery : নির্বাচনের আগে ভাটপাড়ায় পেট্রল বোমা উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি তরজা - Petrol Bomb recovery at Bhatpara before Municipal Election
🎬 Watch Now: Feature Video
আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের বাকি 107 পৌরসভার সঙ্গে নির্বাচন রয়েছে উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভাতেও ৷ তার আগে শুক্রবার সকালে ভাটপাড়ায় পেট্রল বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য (Petrol Bomb recovery at Bhatpara before Municipal Election)। বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজাও ৷ এদিন সকালে ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের জুটমিল শ্রমিক বস্তির একটি পরিত্যক্ত জায়গায় 7টি তাজা বোমা মজুতের খবর পায় পুলিশ ৷ ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ঘটনায় ভাটপাড়ার বিজেপির বিধায়ক পবন সিংয়ের দাবি, সামনে নির্বাচন ৷ তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ঘটাচ্ছে তৃণমূল। পাল্টা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করেন, এমন ঘটনা বিজেপিই ঘটাতে পারে ৷ আগেও এলাকায় বেশকিছু বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থক আগেই ধরা পড়েছে ৷ এরাই ফের ভোটের আগে এলাকী অশান্ত করার চেষ্টা চালাচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Petrol Bomb Recovery