Youth shot in Alipurduar: আলিপুরদুয়ার শহরে গুলিবিদ্ধ যুবক - আলিপুরদুয়ার শহরে গুলিবিদ্ধ যুবক
🎬 Watch Now: Feature Video
আলিপুরদুয়ার শহরে গুলি চালানোর ঘটনা ঘটল । আলিপুরদুয়ারের দ্বীপচরের কাছে সুভাষপল্লী মাঠ সংলগ্ন এলাকায় আলিপুরদুয়ার শহরে গুলি চালানোর ঘটনা ঘটল । দ্বীপচরের কাছে সুভাষপল্লী মাঠ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে (Youth shot in Alipurduar town)। এই ঘটনায় কাজল দত্ত নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন । যুবকের বুকের ডান দিকে 2টি গুলি লেগেছে । এদিন শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল কাজলের । তার আগে পরিচিতদের ডাকে তিনি সুভাষপল্লী এলাকায় যান । তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ । কী কারণে, কারা গুলি করল তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST