Durga Puja 2022: আসামমোড় তারাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিম 'বিশ্ব শান্তি' - আসামমোড় তারাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি
🎬 Watch Now: Feature Video
জলপাইগুড়ির (Jalpaiguri) শহরতলির পুজোগুলির মধ্যে অন্যতম আসামমোড় তারাপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো (Assammore Tarapara Durga Puja Committee) । এবারে তাদের পুজো 56তম বর্ষে পদার্পণ করল । আসামমোড় তারাপাড়া সর্বজনীন দুর্গাপুজা কমিটির পুজো এবছর নানা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে । কারণ পুজোর সাতদিন আগেই ঝড়ে মণ্ডপ ভেঙে পরে যায় । পুজো কীভাবে হবে তা নিয়ে চিন্তায় পরে যায় এই পুজো কমিটি । তার পরেও এই পুজো দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে । এবারে তাদের থিম হল 'বিশ্ব শান্তি' (World Peace) । করোনাকালে সারা বিশ্ব অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে । চারদিকে মৃত্যু মিছিল শুরু হয়েছে । তাই কোভিডের পর বিশ্বে শান্তির জন্য এই পুজো মণ্ডপ বলে জানান পুজো উদ্যোক্তারা (Durga Puja 2022) ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST