IPL 2023: ঘরের মাঠে ফুল ফুটিয়ে তিলোত্তমায় পা-বিরাট বাহিনীর
🎬 Watch Now: Feature Video
কলকাতায় পৌঁছলেন বিরাট কোহলি ও তাঁর দল ৷ 6 এপ্রিল ক্রিকেটের নন্দনকাননে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি । এই ম্যাচের জন্য সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় টিম আরসিবি । নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে কলকাতায় পা রাখলেন বিরাট । ম্যাচের আগে 4 ও 5 তারিখ সন্ধ্যায় ইডেনে অনুশীলন করার কথা তাঁদের । সোমবার কলকাতা বিমানবন্দরে কোহলিকে দেখতে ভিড় জমান অনুরাগীরা ৷ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে 1 হাজার 427 দিন পর প্রত্যাবর্তন হয়েছে আরসিবির ৷ আরও নির্দিষ্ট করে বললে কোহলির ৷ 17তম ওভারের দ্বিতীয় বলে লং অনের উপর দিয়ে হাঁকানো তাঁর ম্যাচ জেতানো ছক্কার সুবাদে এই প্রত্যাবর্তন রূপকথার কাহিনি হয়ে গিয়েছে ৷
অন্যদিকে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে পার্পল ব্রিগেড ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ জিতেছে পঞ্জাব ৷ ফলে বিরাট বধ করে ট্র্যাকে ফিরতে মরিয়া থাকবে চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা ৷ দু'বারের আইপিএল জয়ী বনাম চোকারদের দ্বৈরথ চেটেপুটে উপভোগ করতে তৈরি তিলোত্তমার ক্রিকেটপ্রেমীরা ৷ তাই অপেক্ষা এখন লক্ষ্মীবারের সন্ধ্যা সাড়ে সাতটার ৷