Monkey in UP Office: উত্তরপ্রদেশের অফিসে ঢুকে পড়ল বাঁদর, দেখুন তারপর কী কাণ্ড ঘটাল সে - viral video of monkey

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 7:11 PM IST

দিনের ব্যস্ত সময়ে একটি অফিসে ঢুকে পড়ল বাঁদর ৷ চেয়ারে বসে ফাইলের পাতা উলটে দেখছে সে ৷ আধিকারিকরা তাকে কলা খেতে দিচ্ছে ৷ কিন্তু বাবুর তাতে মন নেই ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে ৷ সোশাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো ৷ ভাইরাল ভিডিয়োটি বেহাত তহসিলের রেজিস্ট্রি বিভাগের বলে জানা গিয়েছে ৷ তিন দিন আগে 12 অক্টোবরের ঘটনা এটি ।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাঁদরটিকে অফিসারের চেয়ারে বসে তার সামনে রাখা ফাইলগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে । তারপর ফাইলগুলির পাতাও ওলটাচ্ছে ৷ সে সময় অফিসে ভরতি কর্মচারীরা ৷ তাঁরা তো তাকে দেখে অবাক ৷ কেউ কলা খেতে দিচ্ছে তো কেউ ছবি ও ভিডিয়ো তুলছে তার ৷ বারবার কলা খেতে দিলেও বাঁদর বাবাজির তাতে মন নেই ৷ তিনি ফাইল ওলটাতেই ব্যস্ত  ।

এ বিষয়ে সাব-কালেক্টর দীপক কুমার বলেছেন, ভাইরাল ভিডিয়োটি শুধুমাত্র তহসিল চত্বরের । অনেকক্ষণ ভেতরে থাকার পর বাঁদর নিজেই তহসিলের বাইরে বেরিয়ে যায় । সে কাগজ বা ফাইলের কোনও ক্ষতি করেননি । বন বিভাগকে বাঁদরের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে । তবে এর আগেও তহসিল চত্বরে বাঁদর এসেছে ৷ কিন্তু অফিসের ভিতরে চেয়ারে বসে থাকার ঘটনা এই প্রথম ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.