ডিজে'র মিউজিকে রাস্তাতেই ঠুমকা! বেলুন বিক্রেতা মেয়ের নাচ দেখে মুগ্ধ নেটপাড়া - ভাইরাল নাচ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-01-2024/640-480-20519900-thumbnail-16x9-viral.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Jan 16, 2024, 8:23 PM IST
Hyderabad Street Dancer: প্রত্যেকেরই কিছু না কিছু লুকানো প্রতিভা থাকে। জীবন তখনই অর্থবহ হয় যখন কেউ নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে চিনতে পারে এবং তা বের করে আনে। তেমনই হায়দরাবাদে একজন সাধারণ তরুণীর নাচ ভাইরাল সোশাল মিডিয়ায়। পেশায় সে বেলুন বিক্রেতা ৷ হায়দরাবাদের আবিডসে একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজে বাজানো হচ্ছিল। দোকানের কাছে পোস্ট অফিসে সে সময় বেলুন বিক্রি করছিল ওই তরুণী ৷ ডিজে গান শুনে হঠাতই রাস্তায় কোমর নাচাতে শুরু করেন তিনি ৷ তাঁর নাচ এতটাই সুন্দর যে, তা দেখার জন্য রাস্তায় ভিড় করেন সাধারণ মানুষ ৷ মেয়েটির শিল্পীসত্ত্বা দেখে অবাক সকলেই ৷ তাঁর নাচ অনেকে ক্যামেরাবন্দি করেন ৷ তারপর তা নিমেষে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় ৷ নেটিজেনদের অনেকের মতে, মেয়েটি যদি তাঁর নৃত্যশৈলীকে কাজে লাগায়, তবে সে আর্থিকভাবে আরও বেশি সফল হয়ে সাহায্য করতে পারবে পরিবারকে ৷ মেয়েটিক সুপ্ত এই প্রতিভা যাতে সকলের সামনে আসে, সেজন্য অনেক অনুরাগী স্থানীয় মানুষজনদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ৷