TMC Leaders Arrested: শ্রমিকের জমির নথি জাল করে বিক্রির অভিযোগে গ্রেফতার দুই তৃণমূল নেতা

By

Published : Dec 17, 2022, 9:20 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

thumbnail

আদিবাসী শ্রমিকের বাস্তু জমির ভুয়ো নথি তৈরি করে বিক্রির (sell labour land with false docements) অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের দুই নেতা (TMC Leaders Arrested) । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । সুশীল ঘোষ ও বানিয়া সিং'কে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ । ওই দুই নেতাই এলাকায় জমি মাফিয়া বলে পরিচিত । এর আগেও তাঁদের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে । ধৃত সুশীল ঘোষ হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুনীল ঘোষের ভাই এবং বানিয়া সিং'ও এলাকার নাম করা তৃণমূল কংগ্রেস নেতা ৷ ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে ।

Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.