Truck Catches Fire: রূপনারায়নপুরে খড় বোঝাই লরিতে ভয়াবহ আগুন, এলাকায় আতঙ্ক - আতঙ্কে এলাকাবাসী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 4, 2023, 12:14 PM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

মধ্য রাতে চলন্ত খড় বোঝাই লরিতে আগুন (Truck Catches Fire) ।  ঘটনাটি ঘটেছে সালানপুর থানার রূপনারায়নপুর শহরে ৷ দমকলের একঘণ্টার চেষ্টায় আগুন নেভে । পুলিশ রাতেই লরিটিকে রাস্তা থেকে সরিয়ে দেয় । এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই । জানা গিয়েছে, লরিটি চিত্তরঞ্জন শহরের দিকে যাচ্ছিল । রূপনারায়নপুরের ডিএভি স্কুল ও হিন্দুস্থান কেবেলসের একটি প্রশাসনিক দফতরের কাছে আগুন সমেত লরি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার উপরেই উলটে যায় । ছিঁড়ে যায় বিদ্যুতের তার। আগুন ছড়িয়ে পাশের দোকানও ভস্মীভূত হয়ে যায় । সূত্রের খবর গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে । রূপনারায়নপুর চিত্তরঞ্জন রাস্তায় দেখা যায় একটি লরি ছুটে চলেছে ৷ লরিটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে । রাস্তার আসে পাশে লোকজন ভয়ে সিটিয়ে যায় । ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিং। তিনি পুলিশে এবং দমকলে খবর দেন । আসানসোল থেকে আসতে দমকলের প্রায় আধঘণ্টা মতো সময় লাগে। ওই সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার বিরাট সম্ভাবনা ছিল । অন্যদিকে বিদ্যুত বিভাগে যোগাযোগ করার বারবার চেষ্টাতেও ব্যর্থ হন এলাকাবাসীরা বলে অভিযোগ উঠছে ৷ দিনের বেলায় এই ঘটনা ঘটলে বিরাট বিপদ হত বলেই মনে করছেন রূপনারায়নপুরের বাসিন্দারা ।

Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.