Trinamool Congress: মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রানিগঞ্জে যুব তৃণমূলের অবরোধ - সিবিআই
🎬 Watch Now: Feature Video
রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের (Bengal Minister Moloy Ghatak) বাড়িতে সিবিআই হানা । বুধবার সকাল থেকে মলয় ঘটকের একাধিক বাড়িতে চলছে ম্যারাথন সিবিআই (CBI) তল্লাশি । তার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ রানিগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) । পথ অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে । রানিগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফলে ফের চলাচল স্বাভাবিক হয় । প্রসঙ্গত, বুধবার সাতসকালে আসানসোলের চেলিডাঙায় মলয় ঘটকের পৈতৃক বাড়ি এবং আপকার গার্ডেনে তাঁর দফতর ও নতুন বাড়িতে পৌঁছায় সিবিআইয়ের বিশেষ দল । এছাড়া ভোটের সময় সায়নী ঘোষের জন্য একটি বাড়ি নেওয়া হয়েছিল । সেখানেও হানা দেয় সিবিআই । বেশ কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST