Shop Evicting problem in Bhangar : ভাঙড়ে ছেলে আইএসএফ করার শাস্তি পেলেন বাবা - Shop Evicting problem on Market

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 11, 2022, 2:43 PM IST

Updated : Apr 11, 2022, 3:56 PM IST

ছেলে আইএসএফ (ISF) করার জেরে বাবাকে বাজারের দোকান থেকে উচ্ছেদের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (Trinamool Congress leader accused of evicting father shop from market for son on ISF) ৷ ভাঙড়ের ঘটকপুকুর বাজারের ঘটনা । অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ করেছেন সবজি ব্যবসায়ী আবু বক্কার মল্লিক । তাঁর অভিযোগ, ছয় সাত বছর ধরে ভাঙড়ের ঘটকপুকুর বাজারে সবজি ব্যবসা করেন তিনি ৷ ছেলে আইএসএফ করছে বলে জোর করে তাঁর দোকান তুলে দেওয়া হয়েছে । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ । তিনি এ বিষয়ে বলেন, "বাসন্তী হাইওয়ের সম্প্রসারণের জন্য দোকান সরানো হচ্ছে ।" ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, "বিধানসভা ভোটে আমাদের হয়ে কাজ করার জন্য লাগাতার অত্যাচার হচ্ছে । কাইজার আহমেদ নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ওই সবজি ব্যবসায়ীকে । আমি থানায় যেতে বলেছি । থানা ব্যবস্থা না নিলে আমরা কোর্টে যাব ।"
Last Updated : Apr 11, 2022, 3:56 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.