Tribute to Rabindranath Tagore: কবিগুরুর জন্মদিনে কবিতায় শ্রদ্ধাঞ্জলি বাচিক শিল্পী স্বপ্না দে'র - artist swapna dey

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 9, 2023, 8:16 PM IST

Updated : May 9, 2023, 9:19 PM IST

কবিগুরুর জন্মদিন মানেই গঙ্গাজলে গঙ্গা প্রণাম ৷ 25 বৈশাখ বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন উদযাপন হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশেষ দিনটিতে বড় উৎসব হয়ে থাকে। সকাল থেকেই নাচ, গান, কবিতা, আবৃত্তিতে মুখরিত চারদিক। কবির অনবদ্য সৃষ্টিকে পরিবেশন করতে হাজির হয়েছেন বহু শিল্পী। তাঁদের মধ্যে অন্যতম বাচিক শিল্পী স্বপ্না দে ৷ তাঁর আবৃত্তিপাঠ, সঞ্চালনা সর্বজনবিদিত। কবিগুরুকে নিয়ে তাঁর নানান উপলব্ধি কথা তিনি জানালেন ইটিভি ভারতকে ৷ রবিঠাকুরকে নিয়ে তাঁর সমসাময়িক কাজের কথা জানতে চাইলে তিনি জানিয়েছেন, সম্প্রতি 'শ্রী রাধিকার অভিসার' নিয়ে কাজ করছেন। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, বৈষ্ণব পদাবলী থেকে কয়েকটি বিদ্যাপতি, জ্ঞানদাসের কয়েকটা পদ এবং কালীদাসের 'মেঘদূতম' থেকে কয়েকটা পদ নিয়ে 'শ্রী রাধিকার অভিসার' তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় এটা মঞ্চস্থও করেছেন। আবৃত্তি প্রসঙ্গে শিল্পী জানিয়েছেন, "আবৃত্তি হল অন্তরের জিনিস। এটা উপলব্ধির বিষয়। যে কোনও ভাবে স্বরক্ষেপণ করলেই মানুষের সমীহ পাওয়া যাবে না। ভালোবাসতে হবে আবৃত্তিকে।" প্রসঙ্গত, জোঁড়াসাকো ঠাকুরবাড়িতে রবিঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কবিগুরুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ঘুরেও দেখেন সংগ্রহশালা ৷

Last Updated : May 9, 2023, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.