Joka Taratala Metro Service: জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু - জোকা তারাতলা মেট্রো
🎬 Watch Now: Feature Video
দীর্ঘ প্রতিক্ষার অবসান ৷ কাজ শুরু হওয়ার প্রায় 10 বছর পর অবশেষে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান (Trial Run) শুরু হল ৷ প্রাথমিকভাবে তিনদিন এই পরীক্ষামূলক সফর চলবে ৷ যার সূচনা হল বৃহস্পতিবার (15 সেপ্টেম্বর, 2022) ৷ মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, 16 এবং 19 সেপ্টেম্বরও ট্রায়াল রান করা হবে ৷ ট্রায়াল চলাকালীন নিরাপত্তা-সহ সমস্ত বিষয় খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে ৷ জানা যাবে, কবে থেকে এই রুটে চালু হবে মেট্রো রেলের পরিষেবা (Joka Taratala Metro Service) ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST