Gangarati in Gangasagar: অযোধ্যার 20 পুরোহিতের হাত ধরে সাগরে ঐতিহ্যবাহী গঙ্গা আরতি - গঙ্গাসাগরে গঙ্গারতি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 12, 2023, 10:50 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো গঙ্গাসাগরে শুরু হল সন্ধ্যারতি। গত বছর আরতি করা হলেও করোনার জন্য তা ছিল নিতান্তই সাধারণ ৷ এ বছর বর্ণাঢ্য শোভাযাত্রা যাত্রার মধ্যে দিয়ে বৃহস্পতিবার শুরু হয় গঙ্গা আরতি (Gangasagar Gangarati)। এই আরতির শুভ সূচনা করেন কপিলমুনি মন্দিরের মহন্ত। তারপর অযোধ্যা থেকে আগত 20জন পুরোহিত এই সন্ধ্যারতি করেন । এছাড়াও কলকাতার একটি বিশেষ নৃত্যগোষ্ঠী পারফর্ম করে । এদিন আরতি দেখতে সাগর চত্বরে ভিড় জমান বহু পুণ্যার্থী ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । এই আরতি গঙ্গাসাগর মেলায় এক আলাদা মাত্রা যোগ করেছে তা বলাই যায় ৷ যেভাবে নৃত্য ও মন্ত্রোচ্চারণে এদিন গঙ্গারতি সম্পন্ন হয় তা এককথায় অতুলনীয় ৷ সকলেই এই গঙ্গারতির প্রশংসা করেন ৷ এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা জানান, এই গঙ্গাসাগর মেলা পুরোটাই দেখভাল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নির্দেশেই সব হয়েছে ৷   

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.