Tortoise Rescued at Barasat: 100টি বিরল প্রজাতির কচ্ছপ-সহ গ্রেফতার 2 বিক্রেতা - বিরল প্রজাতির কচ্ছপ
🎬 Watch Now: Feature Video
ক্রেতা সেজে দুই কচ্ছপ বিক্রেতাকে হাতে-নাতে ধরল বন দফতর (Tortoise Rescued by Forest Department) । ধৃতদের নাম সুমিত হালদার ও শম্ভু ঘোষ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 100টি বিরল প্রজাতির কচ্ছপ (Tortoise Rescued at Barasat)। উদ্ধার হওয়া কচ্ছপগুলি নিয়ে আসা হয়েছে বারাসতের জেলা দফতরে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার উত্তর 24 পরগনার বনগাঁর একটি বাজারে অভিযান চালিয়ে পাকড়াও করা হয় এই দুই কচ্ছপ বিক্রেতাকে। বিপুল ওই কচ্ছপগুলি কীভাবে ধৃতদের কাছে পৌঁছল, তা খতিয়ে দেখছেন বন দফতরের আধিকারিকরা। পাশাপাশি এর সঙ্গে কোনও পাচার চক্রের যোগ রয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST