Satabdi Roy: নির্দল প্রার্থীদের মদতকারীদের শাস্তি দিতে দু'মিনিটও লাগবে না, হুঁশিয়ারি শতাব্দীর - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের যারা পিছন থেকে মদত দিচ্ছেন তাদের শাস্তি দিতে দু'মিনিটও লাগবে না ৷ মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে সভামঞ্চ থেকে এমনটাই হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। পঞ্চায়েত নির্বাচনে আর হাতে গোনা কয়েকদিন বাকি ৷ তার আগে ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সবপক্ষ ৷ নিজের সংসদীয় এলাকায় প্রচার সারছেন অভিনেত্রী তথা এই তৃণমূল সাংসদ । মঙ্গলবার দুবরাজপুরের চিনপাই গ্রামে সভা করেন তিনি ৷ সভামঞ্চ থেকে শতাব্দী রায় জানান, পিছন থেকে অনেকেই মদত দিচ্ছেন নির্দলে প্রার্থী হয়ে যাও ৷ ভাবছেন যারা প্রার্থী হচ্ছেন তাদেরকেই সবাই দেখছি ৷ কিন্তু প্রতিদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টেবিলে আইবি ও পুলিশের রিপোর্ট পৌঁছে যায় ৷ তাই যারা পিছন থেকে মদত দিয়ে গোঁজ প্রার্থীদের তাদের চিহ্নিত করে শাস্তি দিতে দু'মিনিট লাগবে ৷ তাঁর কথায়, দলের সঙ্গে বেইমানি করবেন না। দলের প্রার্থীদের জেতাবেন ৷ তাঁরা তখনই নেতা হবেন যখন দল ক্ষমতায় থাকবে ৷ এ কথাগুলো বিক্ষুব্ধ তৃণমূলের লোকজন ও প্রার্থীদের উদ্দেশে বলেন সাংসদ শতাব্দী রায়।