Soham Chakraborty : বিশ্বে একমাত্র গণতন্ত্রের পূজারি মমতা বন্দ্যোপাধ্যায় : সোহম - Soham Chakraborty
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14977652-15-14977652-1649553901075.jpg)
শনিবার আসানসোলে উপনির্বাচনের প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী ৷ সম্প্রতি আসানসোলে প্রচারে এসে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্নব দেব ৷ তা নিয়েই বিপ্লবকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা ৷ এই প্রসঙ্গেই সোহম বলেন, "ত্রিপুরায় নির্বাচন চলাকালীন তৃণমূল নেতৃত্বদের হেনস্থা করেছে বিপ্লব দেবের সরকার ৷ ওরা নিজেরাই গণতন্ত্রের হত্যাকারী ৷ আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেন (Soham Chakraborty On Biplab Deb) ৷" চণ্ডীপুরের বিধায়কের কথায়, "গোটা বিশ্বে একমাত্র এক জনই রয়েছেন গণতন্ত্রের পূজারি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ।"