Trinamool Congress: বিজেপি নেতাদের বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে নানুরের তৃণমূল নেতা - Mamata Banerjee

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 7, 2023, 5:03 PM IST

বিজেপি নেতা-কর্মীদের ইলেট্রিক পোলে বেঁধে রাখার হুঁশিয়ারি দিলেন বীরভূমের নানুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ৷ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আয়োজিত হওয়া তৃণমূলের ধরনা মঞ্চ থেকে এমন হুঁশিয়ারি দিয়ে বিতর্কে ওই ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য । তিনি বলেন, "বিজেপি একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে । আবাস যোজনার টাকা আটকে রেখেছে । 2024 এ লোকসভা নির্বাচন আসছে ৷ আবার ওরা (বিজেপি) ভোট চাইতে আসবে । যদি বিজেপি আসে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখবেন । বেঁধে জিজ্ঞাসা করবেন আবাস যোজনার বাড়ি কই ।" উল্লেখ্য, কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এই নিয়ে ধরনায় দিয়েছে গত মার্চে ৷ সম্প্রতি 21 জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী 2 অক্টোবর দিল্লিতে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি তাঁরা আয়োজন করবেন ৷ তার আগে রবিবার রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে তৃণমূল ৷ সেই রকই একটি ধরনা মঞ্চ থেকে নানুরের ব্লক সভাপতি এই বিতর্কিত কথা বলেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.