TMC Rally: শুভেন্দুর 'ডোন্ট টাচ মাই বডি' মন্তব্যকে কটাক্ষ করে পথনাটিকা - ডোন্ট টাচ মাই বডি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 19, 2022, 2:12 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

নবান্ন অভিযানের (Nabanna Abhijan) সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মহিলা পুলিশদের তাঁর গায়ে হাত দিতে বারণ করেছিলেন । শুভেন্দুর এই বক্তব্যকে কটাক্ষ করেন অনেকেই ৷ এবার দুর্গাপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের উদ্যোগে পাঁচ মাথা মোড়ে একটি পথনাটিকার আয়োজন করা হয় (TMC Rally) ৷ শুভেন্দুর মুখোশ পড়িয়ে দলেরই এক কর্মীকে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলা হতে থাকে 'ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল' (Dont touch my body remark) ৷ পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূলের মহিলা কর্মী ওই মুখোশ পরা ব্যক্তিকে পুলিশ সাজে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে বলেন । প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লবরঞ্জন নাগ বলেন, আমরা মেডিক্যাল কাউন্সিলের কাছে দাবি জানাচ্ছি, শুভেন্দু অধিকারী পুরুষ না মহিলা তা পরীক্ষা করে দেখা হোক ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.