Panchayat Election Results 2023: বাঁকুড়ার জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল প্রার্থী সুজাতা - সুজাতা মণ্ডল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 11, 2023, 5:41 PM IST

বাঁকুড়া জেলার 44 নম্বর জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল । পঞ্চায়েত ভোটের পূর্বে বহুবার রাজনৈতিক বিতন্দায় জড়িয়েছে সাংসদ সৌমিত্র এবং সুজাতা। 

মঙ্গলবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশ পর্ব চলছে ৷ জানা গিয়েছে, বাঁকুড়া জেলার 44 নম্বর জেলা পরিষদ আসনে 17 হাজারের বেশী ভোটে জয়ী হয়েছেন সুজাতা মণ্ডল । জয়ের পর ইটিভি ভারতের মুখোমুখি হন জয়ী সুজাতা ৷ তিনি বলেন, "এই জয় একদম প্রত্যাশিত ছিল ৷ আমি জানতাম, মানুষ বিপুল ভোটে জেতাবে ৷ কিন্তু কতটা মার্জিন হবে, তারজন্যই ফলাফলের অপেক্ষা ছিল ৷ আসলে আমি যে অঞ্চল থেকে দাঁড়িয়ে ছিলাম তা অত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চল ৷ সেখানে একমাস ধরে আমি ও আমার টিম, বুথ কর্মী, অঞ্চল কর্মী মাটি আকড়ে পড়েছিলাম ৷ মানুষের দরজায় দরজায় গিয়ে প্রচার করেছি ৷ বিধানসভা-লোকসভায় যে জায়গাগুলোয় মাইনাস ছিল সেই জায়গায় লিড হয়েছে ৷ এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় ৷" 

প্রসঙ্গত, রাজনীতিতে আসার আগে সুজাতা পরিচিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী হিসাবে। স্বামীর জন্য লোকসভা নির্বাচনে প্রচার সামলেছিলেন তিনিই ৷ তারপর সৌমিত্র খাঁয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর ৷ জেতার পর আগামিদিনে মানুষের উন্নয়ন করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন সুজাতা মণ্ডল ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.