Vintage Bikes in Gujarat: দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাইক গুজরাতে ! কৃষকের সংগ্রহশালায় বিরল দু'চাকা - Gujarat Vintage Bike Collection News

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 7, 2023, 6:52 PM IST

ঘরের মধ্যে সার দিয়ে বাইক সাজানো ৷ নানাধরনের ভিনটেজ বাইক ৷ গুজরাতের সুরাতে কৃষক পরিবারের এমন অভিনব সংগ্রহশালা থেকে তাক লেগে যেতে পারে ৷ এখানে 45টি ভিনটেজ বাইক আছে ৷ যেখানে 123 বছরের পুরনো বাইকের দেখা মিলবে ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাইকও আছে ৷ সেগুলি সব বাইরে থেকে ভারতে আনা হয়েছিল ৷ পরে ভারতে নথিভুক্তিকরণ করা হয় ৷ 

এমন আকর্ষণীয় বাইক সংগ্রহশালাটি শুরু করেছিলেন পেশায় কৃষক কৃপলানী দেশাই ৷ এখন এইসব রক্ষণাবেক্ষণ করছেন তাঁর ছেলে সিদ্ধার্থ দেশাই ৷ বাইকের শখটি ছিল কৃপলানী দেশাইয়ের ৷ পুনে, নাগপুর, হায়দরাবাদ- প্রায় সারা ভারতের বিভিন্ন জায়গা থেকে এইসব পুরনো বাইকগুলি তিনি সংগ্রহ করে এনেছিলেন ৷ সাধারণত এই বাইকগুলি বাতিল হয়ে কোনও ঘরে বন্ধ ছিল ৷ কেউ বা বাইকগুলি ওজনদরে বিক্রি করে দেবেন বলে ঠিক করেছিলেন ৷ খবর পেয়ে দ্বিগুণ দাম দিয়ে সেই বাইকগুলি নিয়ে আসেন কৃপলানী দেশাই ৷ এই সংগ্রহশালায় রয়েছে, বিএমডব্লিউ, এরিয়ল, ল্যামব্রেটার মতো কোম্পানির বাইক ৷ বেশির ভাগই ব্রিটিশ আর জর্মনদের তৈরি ৷ বুলেট বাইকপ্রেমীরা এই সংগ্রহশালায় উৎসাহিত হবেনই ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.