Theft at school in Baruipur: বারুইপুরে স্কুলের আলমারি ভেঙে চুরি 15 হাজার টাকা, চাঞ্চল্য এলাকায় - স্কুলের আলমারি ভেঙে চুরি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 3:09 PM IST

স্কুলের আলমারি থেকে খোয়া গেল 15 হাজার টাকা ও বেশ কিছু জরুরি কাগজপত্র ৷ বেগমপুর জ্ঞানদা প্রসাদ ইনস্টিটিউশনের ঘটনা ৷ সোমবার সকালে স্কুলের প্রাধান শিক্ষককে ফোন করে চুরি যাওয়ার বিষয়টি জানান কয়েকজন এলাকাবাসী ৷ খবর পেয়ে স্কুলে পৌঁছন প্রধান শিক্ষক নরোত্তম ভক্ত ৷ এদিকে স্কুলে চুরির ঘটনা এলাকায় চাউর হতেই চাঞ্চল্য় ছড়িয়ে পড়েছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বারুইপুর থানার পুলিশকে। প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রধান শিক্ষক নরোত্তম ভক্ত বলেন, "সোমবার ভোর পাঁচটার সময় স্থানীয় বেশ কয়েকজন ফোন করে বলে যে , আমাদের স্কুলের চুরির ঘটনা ঘটেছে। এরপর তড়িঘড়ি আমি স্কুলের ছুটে আসি । স্কুলে পৌঁছে দেখি স্কুলের বিভিন্ন আলমারি ভাঙা ৷ এমনকি সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে চম্পট দিয়েছে চোরেরা । পাশাপাশি স্কুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি খোয়া গিয়েছে ।" তিনি আরও জানান, সিসটিভি ক্যামেরা থাকায় স্কুলে রাতে নিরাপত্তা রক্ষী নেই ৷ এমনকি প্রধান শিক্ষকের আলমারি থেকে নগদ 15 হাজার টাকা, ল্যাবের ব্যারোমিটার ও সাউন্ডসিস্টেম নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.