Theft at Gold Shop: সোনার দোকানে মহিলার হাতসাফাই, দেখুন ভিডিও - Paschim Bardhaman
🎬 Watch Now: Feature Video
রানিগঞ্জের সিআর রোডে বালাজি জুয়েলার্স দোকানে হাতসাফাই করার ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় (CCTV)। চুরি গিয়েছে সোনার চেন। যার বাজার মূল্য প্রায় 80 হাজার টাকা। চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানিগঞ্জ বাজারে। দোকানের মালিক দীনেশ বর্মন চুরি হওয়ার ঘটনায় ইতিমধ্যেই রানিগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছেন। সোনার দোকানের মালিক দীনেশ বর্মন জানান, শনিবার সন্ধ্যা নাগাদ দুই মহিলা দোকানে আসে। তারা কানের দুল ও হার দেখতে চায়।
ওই দুই মহিলা বলেন, প্রায় 35 হাজার টাকার মূল্যের গয়না দোকানে থাকলে তা দেখান। এরপর তারা দু'জনে গয়নার রকমভেদ দেখতে থাকে ৷ এরপর কথা বলার ফাঁকে আলমারি থেকে সোনার চেন চুরি করে নেয় ওই মহিলারা। চুরি করার পর দেখানে গয়না পছন্দ হয়নি বলে জানিয়ে ওই দুই মহিলা দোকান থেকে চলে যায় । এরপর সিসি ক্যামেরা দেখতে গিয়ে নজরে আসে দুই মহিলা আলমারি থেকে করছে। এরপর ওই দুই মহিলা চুরি করার পর পালিয়ে যায়। সোনার অলংকার চুরির ঘটনা নিয়ে রানিগঞ্জ থানায় অভিযোগ করেন দীনেশ বর্মন তথা দোকানের মালিক। পুরো ঘটনা নিয়ে রানিগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।