HS Result 2022: উচ্চমাধ্যমিকে সপ্তম বহরমপুরের সূর্যানি, মায়ের 'উপহার' বিরিয়ানি! - উচ্চমাধ্যমিক ফলাফল 2022
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15523047-912-15523047-1654847206236.jpg)
উচ্চমাধ্যমিকে (HS Result 2022) সপ্তম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের বহরমপুরের মহারানি কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের সূর্যানি মণ্ডল ৷ তার প্রাপ্ত নম্বর 492 ৷ ফল প্রকাশ হতেই বাড়িতে খুশির হাওয়া ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্যানি জানিয়েছে, পরীক্ষা খুব ভালো হয়েছিল ৷ কিন্তু, প্রথম দশে থাকাটা তার কাছেও আশাতীত ৷ এত ভালো ফল সূর্যানি নিজেও আশা করেনি ৷ তার মা সোমানি চক্রবর্তী পেশায় শিক্ষিকা ৷ তিনি জানিয়েছেন, মেয়ে পড়াশোনা নিয়ে থাকতেই ভালোবাসে ৷ চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করাই তার স্বপ্ন ৷ সূর্যানি বিরিয়ানি খেতে ভালোবাসে ৷ শুক্রবার সেটাই মেয়েকে রেঁধে খাওয়াবেন সোমানি ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST