TMC Shahid Diwas: সাগর থেকে নদীপথে ধর্মতলায় তৃণমূলের কর্মী-সমর্থকরা - মমতা বন্দ্যোপাধ্য়ায়
🎬 Watch Now: Feature Video
জেলার সব রাস্তা যেন মিশে গিয়েছে ধর্মতলায় । একুশে জুলাই ধর্মতলায় সমাবেশের যোগ দিতে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক স্থলপথে ও জলপথে পাড়ি দেন শুক্রবার সকালে ৷ পঞ্চায়েতে নির্বাচনে ব্যাপক সাফল্যের পর ঘাসফুল শিবিরের লক্ষ্য চব্বিশের লোকসভা ভোট । সেই ভোটে জয়ের লক্ষ্যে আজ ধর্মতলার সমাবেশ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কী বার্তা দেন, তা শুনতেই উদগ্রীব তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ তাই সাগর থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা নৌকায় করে ধর্মতলায় আসেন ৷ কুলতলি, পাথরপ্রতিমা, রায়দিঘি, বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং-সহ জেলার একাধিক জায়গা থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা একুশে জুলাইয়ের শহিদ স্মরণের সমাবেশ আসেন ৷ কেউ বাসে বা কেউ অন্য গাড়িতে সমাবেশে আসেন ৷ সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ ছিল ৷ কোথাও হালকা ও কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে ৷ কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূল কর্মী-সমর্থকরা রওনা দিয়েছে ধর্মতলার উদ্দেশ্যে ।