Panchayat Elections 2023: শেষ রোববার ধামসা মাদল বাজিয়ে তুমুল প্রচার ! আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী - তৃণমূল কংগ্রেস প্রার্থী শিবাজী বন্দ্যোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 2, 2023, 2:12 PM IST

8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ তাই হাতে আর মাত্র 6 দিন ৷ ভোটের আগে শেষ রবিবার সকালে পঞ্চায়েত ভোটের প্রচারের ময়দানে নেমেছে ডান-বাম-রাম সব শিবিরই ৷ এদিন ধামসা মাদল বাজিয়ে রোববারের পঞ্চায়েত প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিবাজী বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বাঁকুড়া 30 নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী হয়েছেন ৷ তাই রোদে গরমের মধ্যেও এলাকায় ঘুরতে দেখা গেল তাঁকে ৷ এদিন বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদল্লা এবং গোড়াবাড়ি গ্রামে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় অলিগলি ঘুরলেন শিবাজী বন্দ্যোপাধ্যায় ৷ 

এমনকী ধামসা মাদল বাজিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তিনি ৷ এরকম প্রচার এলাকায় অনেকটাই সাড়া ফেলবে বলে মনে করছে দলীয় কর্মী-সমর্থকরা ৷ জেলা পরিষদ প্রার্থী শিবাজী বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই তাঁকে এই রোদ-গরম-বৃষ্টি মাথায় নিয়ে প্রচার চালানোর অনুপ্রেরণা দিয়েছে ৷ তাঁর দাবি, এই প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন তিনি ৷ পঞ্চায়েত ভোটে এলাকায় তৃণমূল কংগ্রেসই জয়ী হবে ৷ এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ শিবাজী বন্দ্যোপাধ্যায় 100 শতাংশ আশাবাদী ৷ এবার পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে ৷ যা এখনও চলছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.