Sukanta on National Emblem Controversy: কালী প্রসঙ্গ ঢাকতেই অশোক স্তম্ভের সমালোচনা, মত সুকান্তর - বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
🎬 Watch Now: Feature Video
কালী প্রসঙ্গ থেকে নজর ঘোরানোর জন্য অশোক স্তম্ভের সমালোচনা করা হচ্ছে ৷ এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar comments on National Emblem Controversy) ৷ বুধবার গুরু পূর্ণিমায় আদ্যাপীঠ মন্দিরে পূজো দিতে আসেন তিনি । এদিন অশোক স্তম্ভ বসানো ঘিরে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে ৷ সুকান্ত বলেন, "এরকম তো হয় না যে সিংহ কেবল ঘাস পাতা খাবে ৷ সিংহ তো মাংস খায় ৷ তাই তাঁর দাঁত বড়ই হবে ৷ সেই আদলেই এই মূর্তিটি তৈরি করা হয়েছে ৷ অশোক স্তম্ভ নিয়ে যে সব কথাবার্তা বলা হচ্ছে তা কালী প্রসঙ্গ ঢাকার জন্য । কালী প্রসঙ্গে আমাদের বিরোধ আরও জোরদার হবে । সমাজের সব স্তরের মানুষ এর বিরোধীতা করছেন ৷"
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST