Saradha Scam: বেল বন্ড জমা দিতে না পারায় জেল হেফাজত বহাল সারদাকর্তা সুদীপ্তর - জেল হেফাজত বহাল সারদা কর্তার সুদীপ্ত
🎬 Watch Now: Feature Video
সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে আর্থিক তছরুপের দু‘টি মামলা শ্রীরামপুর আদালতে রয়েছে । সেই মামলায় দু‘সপ্তাহ আগে ব্যাক্তিগত ভাবে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন সুদীপ্ত সেন। কিন্তু বেল বন্ড জমা দিতে পারেননি তিনি। তাই বুধবার আবারও শ্রীরামপুর আদালতে হাজির কারানো হয়েছিল তাঁকে। এদিনও বেল বন্ডের জন্য জামিনদারের ব্যবস্থা করতে না পারায় তাঁকে ফের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত (Sudipta Sen will Remain in Jail Custody)।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST