Students Agitation: স্কুল শিক্ষকদের কাছে টিউশন পড়তে চেয়ে পড়ুয়াদের বিক্ষোভ - Private tuition stopped for teachers
🎬 Watch Now: Feature Video
স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ তাতেই সরব পডুয়ারা (Private tuition stopped for teachers) ৷ স্কুল শিক্ষকদের কাছে টিউশন পড়তে চেয়ে পথে নামল কোচবিহারের পড়ুয়ারা ৷ শুক্রবার এই দাবিতে দিনহাটায় বাইপাস মোড়ে পথ অবরোধ করে একাধিক স্কুলের ছাত্র-ছাত্রীরা ৷ পড়ুয়াদের অভিযোগ, মাঝপথে স্কুল শিক্ষকরা টিউশন পড়ানো বন্ধ করে দিলে তারা সমস্যায় পড়বে ৷ তাই তারা যাতে স্কুল শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে পারে, সেই ব্যবস্থা করতে হবে অবিলম্বে ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST