WB TET 2022: সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষার্থীদের ভিড়, কড়া পুলিশি নিরাপত্তা - পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষার্থীদের ভিড়
🎬 Watch Now: Feature Video
আজ টেট পরীক্ষা (WB TET 2022) ৷ শুরু দুপুর 12টায় ৷ নির্বিঘ্নে টেট পরীক্ষা সম্পন্ন করানোই এখন রাজ্য সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ । সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছে টেট পরীক্ষার্থী ৷ তার আগে রাস্তায় ট্রাফিক পুলিশ থেকে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে কড়া পুলিশি নিরাপত্তার মোড়ক (strict police surveillance in exam centres) । বায়োমেট্রিক থেকে সিসিটিভি নজরদারিতে পরীক্ষার্থীরা ৷ শিল্পশহরে রবিবাসরীয় শীতের সকালে ধরা পড়ল একই ছবি ৷ দুর্গাপুর (Durgapur) মহকুমার পাঁচটি কলেজে এবার টেট পরীক্ষার কেন্দ্র করা হয়েছে । এগুলি হল পান্ডবেশ্বর, খাঁন্দরা, দুর্গাপুর মহিলা কলেজ, মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল কলেজ এবং দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় । প্রায় 8 হাজার পরীক্ষার্থী এই কেন্দ্রগুলিতে পরীক্ষা দেবেন বলে জানা গিয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST