kaushiki-amavasya 2023: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হল বালক বামদেবের বিশেষ পুজো, দেখুন ভিডিয়ো - kaushiki amavasya 2023
🎬 Watch Now: Feature Video
Published : Sep 15, 2023, 8:07 AM IST
তারাপীঠের অদূরেই আটলা গ্রাম। সেই গ্রামে 1837 সালে জন্মেছিলেন সাধক বামাচরণ চট্টোপাধ্যায় ৷ তিনি বামদেব নামেই পরিচিত। বাল্যকাল থেকে দ্বারকা নদী পেরিয়ে তারাপীঠের মহাশ্মশানে চলে আসতেন। সেখানে বসেই সাধনা করতেন তিনি । সতীপীঠের অন্যতম তারাপীঠের মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের তলায় পঞ্চমুন্ডির আসনে বসে সাধনা করতেন ৷ কথিত আছে, এই সাধনার ফলে মা তারার দর্শন পেয়েছিলেন। সেই দিনটি ছিল কৌশিকী অমাবস্যা। বামদেব ছাড়া তারাপীঠ ভাবাই যায় না। বিশেষ করে কৌশিকী অমাবস্যায় বারবার ফিরে আসে বামদেবের স্মৃতি।
বামদেবের মাহাত্ম আজও তারাপীঠের সর্বত্র চোখে পড়ে। সেই মাহাত্মকে আজও জাগ্রত করতে বালক বামদেবের পুজো করা হয় তারাপীঠে। যদিও তারাপীঠ মন্দির চত্বরে এই পুজো হয় না। পুজো হয় মন্দিরের পাশে গোলক মহারাজ নামে মা তারার এক ভক্তের বাড়িতে। সেই মতো কৌশিকী অমাবস্যায় বৃহস্পতিবার মা তারার সন্ধ্যারতির পর বালক বামদেবের পুজো হল। দশ বছর বয়সি নিয়ন আচার্য নামে এক বালককে বামদেব সাজিয়ে পুজো করা হল এবার। বালক বামদেবকে দেখতে ভীড় জমিয়েছিলেন তারাপীঠে আসা পুণ্যার্থীরা ৷ গোলক মহারাজ বলেন, " প্রতি বছরই বালক বামদেবের পুজো হয়। আমরা প্রতি বছর নতুন নতুন বালককে বামদেব রূপে পুজো করি ।"