Durga Puja 2023: পুজোর চার দিন দুপুরে ভূরিভোজ, মাত্র 1 টাকার বিনিময়ে পেট ভরে ভাত-মাছ-মাংস-ডিম - দুঃস্থদের জন্য খাবার
🎬 Watch Now: Feature Video
Published : Oct 22, 2023, 2:11 PM IST
রাস্তায় চলাফেরার পথে আশপাশে অনেক মানুষই পড়ে থাকেন অবহেলায় ৷ তাঁরা খেলেন কি না, সেই খোঁজ কেউ রাখে না ৷ তবে পুজোর দিনগুলিতে যেন তাঁরা দু'মুঠো অন্ন পান, সেই ব্যবস্থা করল দক্ষিণ 24 পরগনা বারুইপুরের নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ৷ সপ্তমী থেকে দশমী- এই চারদিন দুঃস্থ মানুষদের কথা ভেবে প্রায় বিনামূল্য খাবার ব্যবস্থা করেছে এই সংগঠনটি ৷
পুজোর এই চারদিন দুপুরে মাত্র 1 টাকার বিনিময়ে সাধারণ খেটে খাওয়া মানুষের হাতে ভাত, মাছ, ফ্রায়েড রাইস, আলুর দম, মাংস, ডিম তুলে দিচ্ছে এই সংগঠন ৷ আর এই 1টাকা মূল্য নেওয়ার কারণ, যাঁরা খাবার নিচ্ছেন, তাঁরা যেন কোনওভাবে অপমানিত বোধ না করেন ৷ পুজোর চারটে দিনে প্রতিদিন 1 হাজার মানুষের হাতে এই অন্ন তুলে দিচ্ছে সংগঠন ৷
এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা স্থানীয় একটি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ছিলেন ৷ পুজোর মধ্য দিয়েই বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেন তাঁরা ৷ তবে গত দু-তিন বছরে সেই পুজো থেকে কিছুটা দূরে সরে মানুষের পাশে থাকা, হাসি ফোটানোর মতো কাজে আগ্রহী হয়ে উঠেছেন সদস্যরা ৷