Cyclone Sitrang: সিত্রাং'য়ের অশনি সংকেত, পর্যটকশূন্য বকখালি - ঘূর্ণিঝড় মোকাবিলায় নামখানা ব্লক
🎬 Watch Now: Feature Video
ঘূর্ণিঝড় 'সিত্রাং' (Cyclone Sitrang) এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাতে। দক্ষিণ 24 পরগনা অন্যতম পর্যটন কেন্দ্র (Tourist Spot) হল বকখালি। ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যে ব্লক প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে লাল সতর্কতা। নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বকখালি, মৌসুনি দ্বীপ, ফ্রেজারগঞ্জ-সহ একাধিক পর্যটক কেন্দ্রগুলিতে ব্লক প্রশাসনের তরফ থেকে পর্যটকদের উদ্দেশ্যে মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যেই বকখালি পর্যটন কেন্দ্র পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় ময়দানে নেমে পড়েছে নামখানা ব্লকের বিডিও শান্তনু সিং ঠাকুর। ব্লক প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে ফ্লাড সেন্টারগুলি খোলা হয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST