Everest Day 2023: তেনজিং নোরগেকে ভারতরত্ন দেওয়ার দাবি, এভারেস্ট দিবসে ফের সরব শিলিগুড়ি - শিলিগুড়ির খবর
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়ির দার্জিলিং মোড়ে পালিত হল 70তম এভারেস্ট দিবস ৷ একইসঙ্গে তেনজিং নোরগে শেরপার 109তম জন্মজয়ন্তীও পালিত হয় আজ ।শিলিগুড়ি পৌরনিগম ও স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাফের যৌথ উদ্যোগে উদযাপিত হয় এই বিশেষ দিন ৷ সোমবার সকালে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে তেনজিং নোরগের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব । পাশাপাশি পৌরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ পৌরনিগমের আধিকারিকরা তেনজিং নোরগে শেরপার মূর্তিতে খাদা পরিয়ে পুষ্পার্ঘ নিবেদন করেন । এ দিনের এই অনুষ্ঠান থেকে আবারও তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি তোলেন মেয়র গৌতম দেব । তিনি বলেন, "আবারও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি যে, আর দেরি না করে অবিলম্বে তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হোক ৷"