Jagadhatri Puja Parikrama 2022: নবমী নিশিতে শ্যামপার্কের জগদ্ধাত্রী পুজোয় জনজোয়ার - শ্যামপার্কের জগদ্ধাত্রী পুজো 2021
🎬 Watch Now: Feature Video
এবার 47 বছরে পা দিল কলকাতার শ্যামপার্ক স্কোয়ার অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পুজো(Shyam Park Jagadhatri Puja Parikrama 2022)৷ নবমীর সন্ধ্যায় এই পুজোয় ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ বিশাল প্রতিমার সঙ্গে রকমারি আলোয় প্যান্ডেল চত্বর ঝলমল করছিল ৷ এখানকার অসাধারণ প্রতিমা তৈরি করেছেন শিল্পী বাসুদেব পাল ৷ প্রতিমার সাজ এসেছে বর্ধমান ও কাটোয়া থেকে ৷ মন্ডপ চত্বরে বসেছে মেলাও ৷ সবমিলিয়ে বেশ জমজমাট শ্যামপার্কের জগদ্ধাত্রী পুজো(Jagadhatri Puja Parikrama 2022)৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST