Shark Recovery in Kultali: পিয়ালী নদীতে মৎস্যজীবীদের জালে মৃত হাঙর, তুলে দেওয়া হল বন দফতরের হাতে - 6 ফুট লম্বা হাঙর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 23, 2023, 8:50 PM IST

6 ফুট লম্বা হাঙরের দেখা মিলল কুলতলিতে। বৃহস্পতিবার কুলতলির থানার কেল্লা আন্দারিয়া এলাকায় পিয়ালী নদীর চরে মৎস্যজীবীদের জালে আটকে যায় একটি হাঙর ৷ যদিও জাল তোলার পর মৎস্যজীবীরা দেখেন হাঙরটি মৃত ৷ এরপর মৎস্যজীবীরা হাঙরটিকে উদ্ধার করে পিয়ালী বারুইপুর রেঞ্জ অন্তর্গত বিটের বন কর্মীদের হাতে তুলে দেন। জালে আটকে যাওয়া হাঙরটিকে দেখতে বহু মানুষের ভিড় জমে যায় কেল্লা আন্দারিয়া এলাকায়। অনেকে আবার মৃত হাঙরটিকে জড়িয়ে ধরেও ছবি তোলে ৷ এর আগেও সুন্দরবনের নদী থেকে বেআইনিভাবে হাঙর ধরার অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় চারজনকে গ্রেফতারও করে বন দফতরের (Forest Department) আধিকারিকরা ৷ কারণ, হাঙর ধরা ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু সুন্দরবনজুড়ে যে একশ্রেণির মৎস্যজীবী যে এই কাজে যুক্ত হয়েছেন, তার প্রমাণ মিলেছে বহুবার। মৎস্যজীবীরা মূলত বাচ্চা হাঙর তুলে আনে বেশি মুনাফার আশায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সমুদ্র থেকে হাঙরের বাচ্চা ধরে এনে বিক্রির ছক কষে ওই এক শ্রেণির মৎস্যজীবী। সেই মতো সুন্দবনের বিভিন্ন খাঁড়ি, নদী এবং উপকূল এলাকায় বন দফতরের পক্ষ থেকে নিয়মিত চলে টহলদারি ৷  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.