thumbnail

Panchayat Elections 2023: লাঠি হাতে নাতির কাঁধে ভর দিয়ে ভোট দিলেন 104 বছরের বৃদ্ধ

By

Published : Jul 8, 2023, 1:19 PM IST

ভোটাধিকার প্রয়োগ করলেন পশ্চিম বর্ধমানের প্রবীণ ভোটার হারাধন সাহা ৷ তবে তাঁকে লাইনে দাঁড়াতে হয়নি ৷ ভোট কেন্দ্রে পৌঁছতেই 104 বছরের এই প্রবীন ভোটারকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় ৷ ভোটদানের আগ্রহী হারাধন সাহা  নাতিকে সঙ্গে নিয়ে টোটোতে করে স্থানীয় সরস্বতীগঞ্জের ভোট গ্রহন কেন্দ্রে পৌঁছে যান । লাঠি হাতে নাতির কাঁধে ভর করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি ৷  

1919 সালে পয়লা জানুয়ারী জন্ম হারাধন বাবুর ৷ বর্তমানে তাঁর বয়স 104 বছর ৷ ভোটাধিকার থেকে কোনওদিনই  বিরত থাকতে দেখা যায়নি তাঁকে ৷ দেশ স্বাধীন হওয়ার পর থেকে সমস্ত নির্বাচনেই তিনি ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন ৷ কাকসার বাসিন্দা হারাধন সাহা আগে গরুর গাড়িতে চড়ে ভোট দিতে যেতেন ফরিদপুর ব্লকে । 2023 সালে উন্নয়নের বাংলায় নাতির সঙ্গে টোটোয় চেপে ভোট দিতে এসেছেন ৷ ভোটাধিকার প্রয়োগ করে বুঝিয়ে দিলেন রাজনৈতিকভাবে তিনি অত্যন্ত সচেতন একজন নাগরিক । গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বেশ উচ্ছ্বসিত 104 বছরের এই প্রবীণ নাগরিক ৷ প্রসঙ্গত, হারাধন বাবুর সন্তান প্রয়াত শিবু সাহা একসময় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির হয়ে বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.