Accident in Jalpaiguri: স্কুটিতে ধাক্কা, উত্তেজিত জনতা আগুন ধরাল বাসে - বেসরকারি বাসের সঙ্গে স্কুটির সংঘর্ষ
🎬 Watch Now: Feature Video
Published : Sep 28, 2023, 3:08 PM IST
|Updated : Oct 20, 2023, 9:45 PM IST
স্কুটিতে ধাক্কা বেসরকারি বাসের। উত্তেজিত জনতার বিরুদ্ধে বাসটি ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয় । ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভুটকি এলাকা । বৃহস্পতিবার জলপাইগুড়ি-শিলিগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের ঘটনা । রাজগঞ্জ থানার পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকিহাট এলাকায় একটি স্কুটিকে ধাক্কা মারে বেসরকারি বাস । বাসের ধাক্কায় গুরুতর আহত হন স্কুটি চালক-সহ দুই ব্যক্তি । দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা বেসরকারি বাসটিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । 31 নম্বর জাতীয় সড়কের উপর বেসরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল । পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ স্থানীয় সূত্রে খবর, বেসরকারি বাসটি শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল । সেই সময় দুই ব্যক্তি স্কুটি করে ভুটকিহাট এলাকায় জাতীয় সড়ক দিয়ে ফিরছিলেন ৷
আচমকাই বাসটি পেছন থেকে স্কুটিতে ধাক্কা মারে । নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি বাসের তলায় ঢুকে যায় ৷ এরপরেই উত্তেজিত জনতা বাস থেকে বাসের যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয় ৷ আহতদের নাম পরিচয় জানা যায়নি ।