HBD Sachin Tendulkar: জন্মদিনে ক্রিকেটঈশ্বর, জীবনের বাইশ গজে অর্ধ-শতরান সচিনের - জন্মদিনে ক্রিকেটঈশ্বর
🎬 Watch Now: Feature Video
সচিন রমেশ তেন্ডুলকর । ভারতীয়দের কাছে ক্রিকেটঈশ্বর যদি কেউ থাকেন, তিনি নিঃসন্দেহে 5 ফুট 6 ইঞ্চির এই জাদুকর ৷ আজ 24 এপ্রিল, সচিনের 50তম জন্মদিন ৷ ভারতবর্ষের প্রতিটি অনুরাগীর কাছে আজ উৎসব । এই ধরাধামে যতদিন ক্রিকেট নামক শব্দটির অস্তিত্ব থাকবে ঠিক ততদিনই সচিন রমেশ তেন্ডুলকর নামটি জ্বলজ্বল করবে ক্রিকেটানুরাগীদের মননে ৷
ভারতকে বহু ম্যাচে জয় এনে দিয়েছে সচিনের ব্যাট । আজ জীবনের বাইশ গজে হাফসেঞ্চুরি করলেন 'মাস্টার ব্লাস্টার' ৷ উপহারস্বরূপ ওয়াংখেড়েতে উন্মোচিত হচ্ছে সচিনের পূর্ণাবয়ব মূর্তি ৷ যা দেখে জন্মদিনে বিস্মিত ক্রিকেটঈশ্বর ৷ বাইশ গজে তিনিই ছিলেন ভারতের মুশকিল আসান । টানা 24 বছর কাঁধে বয়েছেন 123 কোটির প্রত্যাশা । দেশকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছেন । 8 বছর আগে সুবজ গালিচা থেকে অব্যাহতি নিলেও ক্রিকেট বিশ্বে আজও প্রাসঙ্গিক মাস্টার ব্লাস্টার ।