Robbery at BSNL office: বিএসএনএল কর্মীদের বেঁধে ডাকাতি কাঁকসায় - Robbery
🎬 Watch Now: Feature Video
পানাগড়ের বিএসএনএল অফিসে দুঃসাহসিক ডাকাতির ঘটনা (Robbery at BSNL office) । সোমবার গভীর রাতে অফিসে ঢুকে দুই বিএসএনএল কর্মীকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ । এরপর অফিসের তালা ভেঙে লুঠপাঠ চালায় ডাকাত দল । তারা চম্পট দিতেই কোনও মতে হাতের বাঁধন খুলে পুলিশকে খবর দেন বিএসএনএল কর্মীরা (Robbery tied up employees) ৷ ভোর রাতে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । পুলিশ 11 মাইল এলাকায় গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে ৷ তবে ডাকাত দলের কাউকে ধরতে পারা যায়নি । মঙ্গলবার সকালে অফিস খুলতেই ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST