Road Collapse in kurseong: রাতভর বৃষ্টিতে কার্শিয়াঙের রাস্তায় ধস, শেরপা বস্তির সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ - রাতভর বৃষ্টিতে কার্শিয়াঙের রাস্তায় ধস
🎬 Watch Now: Feature Video
মঙ্গলবার রাত থেকে আবারও প্রবল বৃষ্টি শুরু হয়েছে পাহাড়-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়৷ আর সেই বৃষ্টিতেই এবার ধস নামল কার্শিয়াঙের শেরপা বস্তির সঙ্গে সংযোগকারী মূল রাস্তায় ৷ বুধবার সকালে শেরপা বস্তিতে যাওয়ার রাস্তায় থাকা কালভার্ট ধসে গিয়েছে ৷ এমনকী পাহাড়ের ঢাল বেয়ে বৃষ্টির জল ওই কালভার্ট দিয়েই নিকাশি নালায় পড়ে ৷ মনে করা হচ্ছে, রাতভর বৃষ্টিতে কালভার্টের আশেপাশের মাটি ধুয়ে যাওয়ার কারণে ভারবহনের ক্ষমতা কমে গিয়েছে ৷ তার জেরেই ধসে গিয়েছে রাস্তা ৷
এই পরিস্থিতিতে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা একেবারেই নিরাপদ নয় বলে জানিয়েছেন 28 নম্বর জিটিএ-র সদস্য শ্যাম শেরপা ৷ তিনি এই বিষয়টি জিটিএ চেয়ারপার্সন অনিত থাপাকে জানিয়েছেন ৷ এমনকী জিটিএ-র সংশ্লিষ্ট দফতরেও খবর দেওয়া হয়েছে ৷ আপাতত একটি বিকল্প ব্যবস্থা করার কথা জানিয়েছেন জিটিএ সদস্য ৷
তবে ভেঙে যাওয়া কালভার্টটিকে সারাই করতে সময় লাগবে বলে জানিয়েছেন তিনি ৷ এর জন্য জিটিএ-র ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসবেন ৷ কালভার্ট এবং তার নিচে ও আশেপাশের মাটির ভারবহন ক্ষমতা পরীক্ষা করে দেখবেন ৷ তার পরেই নির্দিষ্ট করে বলা সম্ভব যে, কবের মধ্যে এই রাস্তা ফের চালু করা যাবে ৷