রামমন্দির উদ্বোধনের আগে রামের থিমে গাড়ি সাজালেন ভক্ত - Ayodhya
🎬 Watch Now: Feature Video
Published : Jan 16, 2024, 10:27 AM IST
Ram Mandir Consecration: আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ৷ তার আগে ভক্তরা নিজের নিজের মতো করে উদযাপন শুরু করে দিয়েছেন ৷ গুজরাতের সুরাতে এমনই এক ভক্ত রাম মন্দিরের থিমে তাঁর গাড়িটি সাজিয়েছেন ৷
তিনি জানিয়েছেন, গাড়িটি আগে কালো রঙের ছিল ৷ রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি গাড়িটিকে পুরোপুরি রামের থিমে সাজিয়ে তুলেছেন ৷ গাড়িটির গায়ে রামের বিভিন্ন ছবি রয়েছে ৷ এভাবেই সুরাতের এই ভক্ত তাঁর ভালোবাসার প্রদর্শন করেছেন ৷ গাড়িটির বোনেটে ধনুর্বাণ হাতে ভগবান রামের ছবি ৷ এছাড়া রামমন্দিরের ছবিও রয়েছে ৷ তিনি আরও বলেন, "আমি রামের ভক্ত ৷ অযোধ্যায় রামমন্দির তৈরি হচ্ছে ৷ মানুষ 500 বছর পর্যন্ত তপস্যা করেছে এই রামমন্দিরের জন্য ৷ সবাই নিজের বাড়িঘর সাজাবে ৷ এই উদযাপনে আমিও আমার গাড়িটিকে রামমন্দিরের থিমে সাজিয়ে তুলেছি ৷ এর ডিজাইন আমি করেছি ৷ এই গাড়ি নিয়ে আমি অযোধ্যা যাব ৷"
মন্দির উদ্বোধনের আগে আজ থেকেই রামমন্দিরে 7 দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে ৷ 22 জানুয়ারি সেই অনুষ্ঠান শেষ হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন নিজে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ৷