Puppet Play: শীতের সন্ধ্যায় মন ভরাল পুতুল নাটক !

By

Published : Dec 19, 2022, 5:31 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

thumbnail

রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কান্দির (Kandi) আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে পুতুল নাটকের (Puppet Play) আয়োজন করা হল ৷ সৌজন্য়ে কোরাস নাট্যগোষ্ঠী ৷ তাদের 44তম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন ৷ সেখানে পরপর দু'টি নাটক উপস্থাপিত করা হয় ৷ রংবরঙের পাপেট থিয়েটার নামে একটি নাট্যগোষ্ঠীর সদস্যরা এই আয়োজনে অংশ নেন ৷ সংস্থার সম্পাদক অতীশ মুখোপাধ্যায় বলেন, "আজকালকার বাচ্চারা সারাক্ষণ মোবাইলে মুখ গুঁজে থাকে ৷ কেউ আর মাঠে খেলতে যায় না ৷ পুতুলনাচ বা পুতুল নাটক কেমন হয়, তা এখনকার শিশুরা জানেই না ৷ তাদের এই বিষয়ে ওয়াকিবহাল করতেই এই প্রচেষ্টা ৷" রবিবার পুতুল নাটক দেখতে অডিটোরিয়ামে ভিড় উপচে পড়ে ৷ দর্শকাসনে কচিকাঁচাদের সংখ্যা ছিল ভালোই ৷ অন্যরকমের এই বিনোদনে তারা খুশি ৷

Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.